গাজীপুর আইনজীবী সমিতির নয়া সভাপতি ও সা: সম্পাদক বিএনপির,আ.লীগ জয়ী ১৭ পদ
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২১-২০২২ সালের বার্ষিক নির্বাচনের ভোট গনণা শেষে শুক্রবার (৫ মার্চ) সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মো.আসলাম হোসেন।তিনি জানান,সমিতির ১ হাজার ৭৭৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২০ জন ভোটার ভোট দিয়েছেন।
নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অপর দিকে দুটি সহ-সভাপতিসহ ১৭টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান সভাপতি এবং অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া এ প্যানেলের নির্বাচিত অপর তিন জন হলেন- সদস্য পদে কামরুল হাসান রাসেল, আতিকুর রহমান আতিক ও আশফাক হোসেন গাজী।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. মোস্তফা জামান ও মো. আবুল আসাদ,সহ-সাধারণ সম্পাদক রাজিবুল আলম রাখি, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন সরকার, লাইব্রেরি সম্পাদক ইসমাইল হোসেন,অডিটর মো.মিজানুর রহমান,সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মালেক,ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম, মহিলা সম্পাদিকা কামরুন নাহার ববি,সদস্য মোস্তাফিজুর রহমান বাহাদুর,মিনহাজ উদ্দিন সুমন,নিলুফা ইয়াসমিন সুমী,মোহাম্মদ সোহেল রানা,মো. আদনান মামুন, নূরুল আমিন, মো. মাহবুব হাসান ও মো. রুহুল আমীন।